ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ইংরেজি নববর্ষে খালেদার শুভেচ্ছা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ইংরেজি নববর্ষে খালেদার শুভেচ্ছা  ইংরেজি নববর্ষ উপলক্ষে খালেদা জিয়ার টুইট

ঢাকা: ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।  

টুইট বার্তায় খালেদা জিয়া লিখেন, ‘২০১৮ এর ঊষায় ‘আঁধার-দশকের’ খুন-গুম, গ্রেফতার, মামলা, সন্ত্রাস-দুর্নীতি, অর্থনৈতিক অরাজকতা ও বর্তমানের বিনাভোটের স্বৈরশাসনমুক্ত নির্ভয়, উজ্জ্বীবিত ও সমৃদ্ধ এক বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা।

হ্যাশ ট্যাগ দিয়ে ইংরেজিতে ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৮’ লিখেছেন তিনি। একই সঙ্গে ‘দেশ ও বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা’ও জানিয়েছেন বিএনপি প্রধান।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।