ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিজয়ের দিনে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিজয়ের দিনে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা বিজয় দিবসে জিয়ার কবরে ফুল দিচ্ছেন খালেদা জিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা/ছবি: শাকিল

ঢাকা: মহান বিজয় দিবসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে‌ শ্রদ্ধা নিবেদন করেছেন বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়ার কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দেন তিনি।

এর আগে সকালে দলের চেয়ারপারসন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।



জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় দলের স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আ‌মির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ,  যুবদল,  ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, জাসাস, জিসাস, ড্যাবসহ দলের অঙ্গ ও সহ‌যোগী সংগঠনের নেতারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।