ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: গ্যাস-বিদ্যুতের দামসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ও শহর বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর নতুন বাজার ও সানকিপাড়া এলাকায় পৃথক পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, রতন আকন্দ প্রমুখ।

এদিকে, শহর বিএনপির আয়োজনে নগরীর সানকিপাড়া হয়ে জিলা স্কুল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদল সভাপতি শামীম আজাদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আমীন খসরু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।