ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহী: বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। 

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কাবিল ম্যানশনের কার্যালয় থেকে মিছিলটি বের করা হলে তাতে পুলিশ বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশি বাধার মুখে পড়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে পুলিশের বেস্টনীর মধ্যে বিক্ষোভ ও সংক্ষিপ্তভাবে সমাবেশ করে কর্মসূচি শেষ করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।  

এছাড়া বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।