ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার (১৩ ডিসেম্বর) পৌর শহরের ফায়ার সার্ভিস মোড়ে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, রবিউল হোসেন তুহিন, জাহিদ হোসেন প্রমুখ।

এসময় পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বক্তরা বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

ঝালকাঠি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সমাবেশে বাধা দেওয়া হয়নি বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।