ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সহ-সভাপতি রুস্তম আলী চাষী, শহর বিএনপি সভাপতি অনাদী দাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক আজিম, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও শ্রমিকদল সভাপতি টিপু সুলতান প্রমুখ।

 

এসময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।