ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার বহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
খালেদার বহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২ নভেম্বর) সারাদেশের জেলা সদরে এবং শনিবার (৪ নভেম্বর) ঢাকা মহনগরীর সকল থানায় বিক্ষোভ কর্মসূচির ঢাক দিয়েছে বিএনপি।

বুধবার (১ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের ত্রাণ দিতে যাওয়ার সময় গত শনিবার ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। ঢাকায় ফেরার পথে মঙ্গলবারও (৩১ অক্টোবর) হামলার শিকার হয় খালেদা জিয়ার বহর। এই হামলার প্রতিবাদেই বৃহস্পতি ও শনিবার বিক্ষোভ কর্মসূচি দিলো বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।