ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

তারেকের গ্রেফতারি পরোয়ানায় খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
তারেকের গ্রেফতারি পরোয়ানায় খাগড়াছড়িতে বিক্ষোভ তারেকের গ্রেফতারি পরোয়ানায় খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের শাপলা চত্ত্বর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, খনি রঞ্জর ত্রিপুরা, উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির আহম্মেদ প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।