ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বগুড়ায় বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গাবতলীতে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ এনে বিএনপির ৫০-৬০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে বুধবার (১৮ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে সমাবেশ ও মিছিল করাকে কেন্দ্র করে বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বাদী হয়ে মামলাটি দায়ের করে পুলিশ।

মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি খায়রুল বাসার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।