ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজধানীতে বিএনপি’র ৬ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
রাজধানীতে বিএনপি’র ৬ নেতাকর্মী আটক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাওয়ার সময় সন্দেহজনক হওয়ায় বিএনপি’র ছয় নেতাকর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রমনা থানাধীন সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বলেন, খালেদা জিয়ার মুভমেন্টের সময় ওই ছয়জন মোটরসাইকেলে করে যাচ্ছিলো।

এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।

তাদের নাম পরিচয় সম্পর্কে তিনি বলেন, বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে বিএনপি সূত্রে জানা যায়, আটকদের মধ্যে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু ও স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি এসএম জিলানি রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
পিএম/এএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।