ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

দিনাজপুরে যুব ও ছাত্রদলের ঝটিকা মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
দিনাজপুরে যুব ও ছাত্রদলের ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল

দিনাজপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দিনাজপুর শহরে ঝটিকা বিক্ষোভ-মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ও বিকেলে পৃথকভাবে দুটি মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুরে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও জিয়া হার্ট ফাউন্ডেশন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

তবে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান।  

অপরদিকে বিকেলে শহরের বালুবাড়ী পলিটেকনিক মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।  

মিছিল থেকে নেতারা অবিলম্বে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।