ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘মামলা দিয়ে খালেদার অগ্রযাত্রা রুখা যাবে না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
‘মামলা দিয়ে খালেদার অগ্রযাত্রা রুখা যাবে না’

ময়মনসিংহ: মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি জোর দিয়ে বলেন, কোনো গণতান্ত্রিক দেশেই ভোটারবিহীন ও অবৈধ স্বৈরাচার সরকার টেকেনি। আমাদের দেশেও এ সরকার টিকবে না।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, নজরুল ইসলাম ভূইয়া, কায়কোবাদ মামুন, রতন আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।  

এর আগে দক্ষিণ জেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদল আয়োজিত সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াহাব আকন্দ।  

এদিকে, এ সমাবেশে যোগ দেওয়ার সময় জেলা স্বেচ্ছাসেবকদলের ব্যানার কেড়ে নেয় পুলিশ, এমন অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম। তিনি বলেন, পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই আমরা সমাবেশে যোগ দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।