ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল  ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মিছিলটি শহরের মহীপাল থেকে শুরু হয়ে এসএসকে সড়কের জিয়া মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন মামুনসহ ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন, জেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন সোহাগ, ফখরুদ্দীন সেন্টু, নাছিরউদ্দিন মানিক, আকবর হাসেন রনি, পৌর ছাত্রদল নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।