ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বরগুনায় ছাত্রদল নেতাসহ ৭ মাদকসেবী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
বরগুনায় ছাত্রদল নেতাসহ ৭ মাদকসেবী আটক

বরগুনা: বরগুনায় ইয়াবাসহ জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপনসহ সাত মাদকসেবীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি)।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে শহরের কাঠপট্টি এলাকার পণ্ড
অ্যান্ড স্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনা জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন, বিএনপির নেতাকর্মী বশির, জসিম, সুমন, দেলোয়ার, জাহাঙ্গীর ও বাদল।


তারা সবাই বরগুনা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বরগুনা জেলা শাখার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫পিস ইয়াবা ট্যাবলেট ও আধা লিটার দেশীয় মদসহ তাদের আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার (১৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।