ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারিতে মৌলভীবাজারে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারিতে মৌলভীবাজারে বিক্ষোভ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে শহরে সিকান্দর আলী রোড ও শমসের নগর রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবক দলের নেতা জি এম মুক্তাদির রাজুর সভাপতিত্বে ও সৈয়দ যুবেল আহমদের পরিচালনায়  সিকান্দর আলী রোডের কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সল আহম্মদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদলের ফরিদ আহমদ, জামান আহমদ সুমন, শাহান পারভেজ শিপন, ফজলুর রহমান, সুলতান আহমদ, তরুন প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রোমান আহমদ, সাইবার দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী দিপ প্রমুখ।
 
অপর দিকে, শমসের নগর রোডের কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল। যুগ্ম-আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমনের পরিচালনায় বক্তব্য এখানে রাখেন- যুগ্ম-আহবায়ক আলিম হোসেন মিরু, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম পিরন, ছাত্রদল নেতা হাফেজ আহমদ মাহফুজ, মাজহারুল ইসলাম মহসিন, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুর রহমান শিপন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাজেদুল আলম চৌধুরী শাহান, মো. সাইফুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।