ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ-মিছিল কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামে জেলা যুবদল ও ছাত্রদল।

মঙ্গলবার (১০ অক্টোবর) কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হলে মাত্র ৫০ গজ দুরে জাহাজ মোড়ে পুলিশি বাধার মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, জেলা যুবদল সম্পাদক নাদিম আহমেদ, সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, পৌর যুবদল সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনসহ সংগঠনের নেতারা।

 

এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২  ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।