ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার গণমানুষের কল্যাণে চিন্তা-ভাবনা করে না। শুধু কথার ফুলঝুরি ছড়াতে ব্যস্ত।

অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় আর বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, কোষাধ্যক্ষ রতন আকন্দ, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমএএএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।