ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

হাতেম আলীর মৃত্যুতে ফখরুলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
হাতেম আলীর মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এ বক্করের বাবা হাতেম আলী শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জুন) এক শোকবার্তায় মহাসচিব বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে মরহুম হাতেম আলী শিকদার অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

শোকবার্তায় তিনি বলেন, মরহুমের এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

এদিন ভোরে বার্ধক্যজনিত কারণে বরিশাল জেলাধীন উজিরপুরের কাজীশাহ নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাতেম আলী। তার বয়স হয়েছিল ১১৬ বছর।

অপর এক শোকবার্তায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এ বক্করের বাবা হাতেম আলী শিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার, নিকটজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।