ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

যুক্তরাষ্ট্রে খোকার অস্ত্রোপচার সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
যুক্তরাষ্ট্রে খোকার অস্ত্রোপচার সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় ১৩ জুন (সোমবার) রাতে নিউইর্য়কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার হসপিটালে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়।

মঙ্গলবার (১৪ জুন) খোকার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ জুন তার আরেকটি অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সুস্থ রয়েছেন খোকা।

একাত্তরের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।