ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ জুন) এক শোকবাণীতে মহাসচিব বলেন, ড. মনিরুজ্জামান মিঞায় মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষাবিদকে হারালো।

তিনি ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীর এক সেতুবন্ধন। শিক্ষাগ্রহণ এবং শিক্ষা প্রদানের ক্ষেত্রে অধ্যাপক মনিরুজ্জামান কোনো আনুষ্ঠানিকতা মানতেন না। যেকোনো স্থানেই দেখা হোক শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে তিনি কার্পণ্য করতেন না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য তিনি কখনোই নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করেননি। এই সংকটকালে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো বলে মনে করি।

‘আমি মরহুম ড. মনিরুজ্জামান মিঞার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি’।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।