ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (১৩ জুন) এক শোকবাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, প্রখ্যাত শিক্ষাবিদ ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

দেশের এই ক্রান্তিকালে তার মতো একজন দৃঢ়চেতা গুণী মানুষের ইহজগৎ থেকে চলে যাওয়াতে এক চরম শুণ্যতার সৃষ্টি হলো। অগ্রগণ্য এই শিক্ষাবিদ দেশ ও দশের প্রতি ছিলেন সহমর্মী। জ্ঞানদীপ্ত এই মানুষটি ছিলেন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি।

খালেদা আরও বলেন, এই মানুষটি ছিলেন নীতি ও আদর্শে ইর্ষণীয় উচ্চতায়। উদ্যম ও উদ্যোগ ছিল তার সাফল্যের চাবিকাঠি।

‘আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা’।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।