ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘লুটপাটের রাজনীতিতে পটু আ.লীগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মে ২৪, ২০১৬
‘লুটপাটের রাজনীতিতে পটু আ.লীগ’

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ লুটপাটের রাজনীতিতে পটু বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আর আজ আওয়ামী লীগ বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তাহলে তিনি বীরউত্তম উপাধি পেলেন কী করে?

‘এখন আওয়ামী লীগ লুটপাট ও সিন্ডিকেট করছে। জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তারা। আওয়ামী লীগ লুটপাটেই পটু। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, জিয়াউর রহমান আছেন আমাদের আত্মায়। তিনি যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই যুবদলকে কখনও ধ্বংস করা যাবে না। বিএনপি লড়াই করে মানুষের অধিকার আদায়ের জন্য। এই দেশ আমাদের তাই এই দেশের কোনো সমস্যা হলে আমাদেরই সমাধান করতে হবে।

আয়োজক সংগঠন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলটির সাধারণ সম্পাদক  সাইফুল আলম নীরব।

এ সময় যুবদলের নির্বাহী সদস্য এইচ এম সাইফ আলী খান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।