ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

লৌহজং বিএনপির সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
লৌহজং বিএনপির সভাপতি আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিসংতাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেজগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শ্রীনগরের সার্কেল এএসপি সামসুজ্জামান বাবু বাংলানিউজকে জানান, শুক্রবার বেজগাঁও ইউনিয়নে একটি সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

এদিকে, তৃতীয় ধাপে শনিবার লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এএসপি আরো জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ১২০০ সদস্যের পাশাপাশি ৠাব, বিজিবি, আর্মড পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।