ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে সিলেটে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট: বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের চার বছর পূর্ণ হয়েছে রোববার (১৭ এপ্রিল)। ২০১২ সালের এদিনে ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপির এ নেতা।

এদিকে নিখোঁজ এ নেতাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন তার সমর্থকরা।

মানববন্ধনে বক্তারা নিখোঁজ ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় সিলেট বিভাগে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি জানান বক্তারা।
 
‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’ নামে তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদল নেতা মিফতাউল কবির, অর্পন ঘোষ, স্বেচ্ছাসেবক দলের নেতা দেওয়ান নিজাম খান, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম।

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম ফয়েজ, যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

মানববন্ধনে জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদুর রহমান চৌধুরী মিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ময়নুল হক, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কাজী নুরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।