ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

বিডিবিএলে এমডি হিসেবে যোগ দিয়েছেন মো. হাবিবুর রহমান গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
বিডিবিএলে এমডি হিসেবে যোগ দিয়েছেন মো. হাবিবুর রহমান গাজী মো. হাবিবুর রহমান গাজী -ফাইল ছবি

ঢাকা: মো. হাবিবুর রহমান গাজী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি এই নিয়োগ দেয়।

এর আগে তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

হাবিবুর রহমান ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংকে তিনি ব্রাঞ্চ, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ভূগোল বিভাগে এমএসসি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য পেশাগত ট্রেনিং ও কর্মশালায় অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়:  ১৪৪৭ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০২২
জেডএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।