ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স

ঢাকা: সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ নভেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে কনফারেন্সে ‘ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড প্রসিডিউরস’ বিষয়ের ওপর লিড ডিসকাসেন্ট হিসেবে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের ম্যানেজার মাইকেল রেইলি, ডিএফএটি’র গুডস অ্যান্ড গভর্নমেন্ট প্রকিউরমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টিফেন ম্যাকমিলান, স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়ার সিনিয়র ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ম্যানেজার মিস পামেলা ট্যারিফ ও গ্রিফিথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. তপন সরকার। কনফারেন্সে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও ব্যবসায়ীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।