ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম আটক

ঢাকা: বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য শাহাবুদ্দিন আলমকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে গুলশানের একটি হোটেল থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আশরাফুল ইসলাম।  

শাহাবুদ্দিন আলম চট্টগ্রামের এসএ গ্রুপের চেয়ারম্যানের পাশাপাশি এসএ অয়েল রিফাইনারি ও সামান্নাজ সুপার অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

 

তার বিরুদ্ধে বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের দায়ের করা ৪৩টি অপরাধ ও ১টি অর্থঋণ আদালতের মামলা রয়েছে।  

পরিদর্শক কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, শাহাবুদ্দিন আলমকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। এজন্য তাকে আদালতে হাজির করা হবে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন আলম ব্যাংকিং খাতের একজন শীর্ষ খেলাপি। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আর টাকা ফেরত দেননি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।