ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি

ঢাকা: সরকার ও জাইকার সম্পাদিত চুক্তির আওতায় গঠিত তহবিল ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, নির্বাহী পরিচালক আহমেদ জামাল, জাইকা বাংলাদেশ অফিসের চিপ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, এসবিএসি ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান শফিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাশে সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।