ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংক-বিটিআইয়ের মধ্যে চুক্তি 

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
 সিটি ব্যাংক-বিটিআইয়ের মধ্যে চুক্তি  চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সঙ্গে চুক্তি সই করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক লিমিটেড। 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) ব্যাংকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  
এতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

চুক্তিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং বিটিআই-এর প্রধান পরিচালন কর্মকর্তা তরিকুল কামরুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।  

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় গ্রাহকেরা বিটিআই-এর ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে সিটি ব্যাংকের হোম লোনে হ্রাসকৃত প্রসেসিং ফি সুবিধা পাবেন।  

এছাড়া বিটিআই এর পক্ষ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার গিফট ভাউচার পাবেন গ্রাহকেরা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।