ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রাণীনগরে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
রাণীনগরে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন রাণীনগরে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নওগাঁ: রাণীনগর বাজার ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে আধুনিক প্রযুক্তি নির্ভর এ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নওগাঁর রাণীনগরে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুখ জেমস।

সভায় বক্তব্য রাখেন- ব্যাংক এশিয়া’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জেলার মহাদেবপুর উপজেলা শাখা প্রধান মো. একরাম হোসেন, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান, রাজশাহী জোনের জোনাল সুপার ভাইজার মো. খাদেমুল ইসলাম, ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং’র রাণীনগর বাজার শাখার সত্ত্বাধিকারী পলাশ সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।