ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

আমিন বাজারে এসবিএসি ব্যাংকের ৬০তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আমিন বাজারে এসবিএসি ব্যাংকের ৬০তম শাখা

ঢাকা: ঢাকার আমিনবাজারে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৬০তম শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হানিফ পরিবহনের স্বত্ত্বাধিকারী জয়নুল আবেদীন, ব্যাংকের এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসইভিপি গোলাম নবী, মো. মামুনুর রশিদ মোল্লা ও শফিউদ্দিন আহমেদ, শাখার ব্যবস্থাপক ও এসভিপি সালাহ্উদ্দিন আহমেদ এবং কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।