ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের কর্মশালা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের কর্মশালা

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রাবিনিময়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে দু’দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শফিউদ্দিন আহমেদ, এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল আসিরুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ এন এম মেসবাহুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।