ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান

ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ঢাকা: ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। এর ফলে ডিএসইতে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো।

সূচকের পাশাপাশি দেশের উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০১০ সালের ধসের পর থেকে নেগেটিভ ইক্যুইটিতে থাকা মার্চেন্ট ব্যাকগুলোর ৬ হাজার কোটি টাকার পলিসি সাপোর্ট দেওয়া হচ্ছে এমন খবরে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে মোট ৩০ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৪৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১ হাজার ৬৪ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪১ কোটি ২৩ লাখ ৬৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮২৩ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৯৬ লাখ ৬৫ হাজা টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ২৯৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৮৬৮ টাকার।

লেনদেন হওয়া ২৫৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৯টির এবং ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমএমআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।