ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (ইবিএইউবি) এর সিন্ডিকেট সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান।

ঢাকা: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (ইবিএইউবি) এর সিন্ডিকেট সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি, বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ বোর্ড অব ট্রাস্টিজের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।