ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এমবিএল সেন্ট্রাল ব্যাংক রিপোর্ট অটোমেশনের যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমবিএল সেন্ট্রাল ব্যাংক রিপোর্ট অটোমেশনের যাত্রা শুরু

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (এমবিএল) এমআইএস ডিভিশনের উদ্যোগে রিপোর্ট অটোমেশন মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করলো সেন্ট্রাল ব্যাংক রিপোর্টিং সিস্টেমস (সিবিআরএস), এসবিএস-২ এবং এসবিএস-৩।

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (এমবিএল) এমআইএস ডিভিশনের উদ্যোগে রিপোর্ট অটোমেশন মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করলো সেন্ট্রাল ব্যাংক রিপোর্টিং সিস্টেমস (সিবিআরএস), এসবিএস-২ এবং এসবিএস-৩।

সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এর কারিগরী সহায়তা দিচ্ছে।


 
১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ে দু’টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিস্টেমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ, এসইভিপি মাহমুদ আলম চৌধুরী, এসভিপি আবু আসগর জি হারুনী, ভিপি লিয়াকত ফজলুর রশীদ এবং এমআইএস ডিভিশনের প্রধান ভিপি এস এম আসিফুর রহমান এবং ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, ব্যাংকিং বিজনেস হেড মঈনুল কাদির জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।