ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

জিএম হলেন ১৬ ব্যাংকের ডিজিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
জিএম হলেন ১৬ ব্যাংকের ডিজিএম ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন ১৬টি বিশেষায়িত ব্যাংক ও অার্থিক প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের তপন কুমার সাহা, কর্মসংস্থান ব্যাংকের মো. আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মো. রফিকুল আলম চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের মো. রফিকুল ইসলাম, একই ব্যাংকের মো. জামাল উদ্দিন,  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মো. মোজাম্মেল হক, একই ব্যাংকের মো. মাহমুদুন নবী, বাংলাদেশ কৃষি ব্যাংকের মোহাম্মদ মোতাহার হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মো. সাজাম্মুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ম হ ম আলী করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের মো. হাবিব উল্যা, একই ব্যাংকের সোমেশ কুমার দেবনাথ ও দুলাল চন্দ্র সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খোন্দকার গোলাম মোস্তফা, বিএইচবিএফসির মো. জাহিদুল হক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তপন কুমার সাহা।

পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তাদের আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।