ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
ইসলামী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস সভা অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র বোর্ড অব ডিরেক্টরসের সভা ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ আগস্ট) অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ডিরেক্টররাসহ ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের বিনিয়োগ গ্রাহকদের চলতি মাসের কিস্তি বিলম্বে প্রদানের সুবিধা দেওয়ার সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সভায় ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।