ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

শেষ কর্মদিবসে ব্যাংকে ব্যস্ততা, ছিল ছুটি শুরুর আমেজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
শেষ কর্মদিবসে ব্যাংকে ব্যস্ততা, ছিল ছুটি শুরুর আমেজ

শেষ কর্মদিবসে ব্যাংকে ছিল ভিড়। এদিন ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ছিল ব্যস্ততা, সঙ্গে ছিল ছুটি শুরুর আমেজ।

 একদিকে গ্রাহক সামাল দেওয়া, অন্যদিকে ছিল তাদের বাড়ি ফেরার তাগিদ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর মতিঝিল, পল্টন, মালিবাগ ও মিরপুরের ব্যাংক শাখাগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মতিঝিলের প্রিমিয়ার ব্যাংকে গিয়ে দেখা যায়, অফিসার আজগর আলী ডেস্কে খুব ব্যস্ত। আগামীকাল থেকে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছেন তিনি। শেষ কর্মদিবসে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি।  

সামনে তার লম্বা লাইন। ছুটি শুরুর আমেজে থাকলেও কাজ সামলাতে হিমশিম খেতে হয় তাকে। ব্যস্ততার ফাঁকে কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে।  

আজগর আলী বাংলানিউজকে বলেন, আজ শেষ কর্মদিবস। বাড়ি ফেরার তাগিদ থাকলেও ডিউটি শেষ না করে বের হওয়ার উপায় নেই।

ব্যস্ততা ছিল ডাচ বাংলা ব্যাংকের আমিনুল ইসলামেরও। আমিনুল গ্রামের বাড়ি রংপুরে উদ্দেশে আজ রাতেই বের হবেন। এ জন্য ঘণ্টা দুয়েক আগেই অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি তার। সিনিয়রের সঙ্গে কথাও হয়েছে। এ জন্য মনোযোগ দিয়ে কাজ শেষ করছিলেন।  

আমিনুল ইসলামের সামনে ছিল লম্বা লাইন। তিনি বলেন, অন্যদিনের চেয়ে আজ একটু বেশি তাগিদ আছে ভাই। কথা বলার সুযোগ নেই।
 
মিরপুরের  ইসলামী ব্যাংকের মোহাম্মদ আশিকুল ইসলাম অন্যদিনের মতোই স্বাভাবিক কাজ করছেন। তার অবশ্য ছুটির তাগিদ নেই।

তিনি জানান, ঈদের সীমিত আকারে কর্মদিবসের ফাঁদে পড়েছেন। এলসি খোলা, বিল, শ্রমিকদের বেতন পরিশোধ করতে সীমিত আকারে ব্যাংক খোলার কাজে ডিউটি করবেন। কাল থেকে ব্যাংক টানা পাঁচদিন ছুটি থাকলেও তিনি পাবেন না, ডিউটি করবেন।

স্বাভাবিকভাবে ছুটির আগে টাকা তোলা বা জমার তাগিদও বেড়ে যায়। রাজধানীর বিভিন্ন ব্যাংকে এ চিত্র আজও কিছুটা ছিল। তবে গত দুদিন ধরে যে ব্যস্ততা ছিল, আজ তেমনটা দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩

জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।