ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

বৈদেশিক মুদ্রায় সম্পদ-দায় সৃষ্টিতে সতর্কতা বহাল থাকছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
বৈদেশিক মুদ্রায় সম্পদ-দায় সৃষ্টিতে সতর্কতা বহাল থাকছে

ঢাকা: বৈদেশিক মুদ্রায় সম্পদ ও দায় সৃষ্টিতে সতর্কতা বহাল থাকছে। বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ন্ত্রণে যে ‘ওপেন পজিশন লিমিট’ বেঁধে দেওয়া হয়েছিল, সেটাই থাকছে।

আপাতত পরিবর্তন হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার সামগ্রিক বিনিময় অবস্থান বজায় রাখতে এমন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অথরাইজ ডিলার (এডি) ব্যাংক বা বৈদেশিক লেনদেন করার জন্য অনুমোদিত ব্যাংকগুলোর ওপেন পজিশন লিমিট নতুন করে বাড়ানো বা কমানো হবে না। চলতি বছরের ১৪ জুলাই এ সম্পর্কিত চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই চিঠির নির্দেশনা কার্যকর থাকবে।

‘ওপেন পজিশন লিমিট’ হলো বৈদেশিক মুদ্রায় সম্পদ ও দায়ের মধ্যে পার্থক্য, যা মোট মূলধনের অংশ দ্বারা নির্ধারিত। ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়ার আগে ওপেন পজিশন লিমিট ছিল ২০ শতাংশ। ১৪ জুলাইয়ে চিঠির দিয়ে এ হার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়। অর্থাৎ বৈদেশিক মুদ্রায় সম্পদ ও দায়ের পার্থক্য মোট মূলধনের ১৫ শতাংশের বেশি হতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৫ শতাংশ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।