ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

মাগুরায় কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করল অগ্রণী ব্যাংক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
মাগুরায় কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করল অগ্রণী ব্যাংক

মাগুরা: মাগুরা সদর উপজেলার বেঙ্গা বাজারে প্রকাশ্যে ৫০ জন কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলার সব শাখার সমন্বয়ে এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অগ্রণী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মানষ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকিরসহ জেলার ৯টি শাখা ব্যবস্থাপকরা। সেখানে অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক ইছাখাদা শাখার ব্যবস্থাপক অভিক মজুমদার।

সেখানে জেলার ৪ উপজেলার ৫০ জন কৃষকের মধ্যে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।