ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে ক্রিকেট ফেস্টিভাল মাতাবেন আশরাফুল-রাজ্জাকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বাহরাইনে ক্রিকেট ফেস্টিভাল মাতাবেন আশরাফুল-রাজ্জাকরা বাহরাইনে ক্রিকেট ফেস্টিভাল মাতাবেন আশরাফুল-রাজ্জাকরা

বাহরাইন: প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট উৎসবের আয়োজন করেছে বাহরাইন। 

আগামী শুক্রবার (১৯ মে) দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে এই ক্রিকেট ফেস্টিভালের আয়োজন করা হয়েছে।
 
বাহরাইনের যুব ও ক্রীড়া পরিষদের চেয়ারম্যান শেখ নাসের বিন হামাদ আল খলিফার পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে লড়বে মিসবাহ ফ্যালকন্স বনাম ইরফান ঈগলস দল।

 

টুর্নামেন্ট কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে খেলার জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল, স্পিন তারকা আব্দুর রাজ্জাক, হাবিবুল বাশার ও পেসার মোহাম্মদ শরীফকে আমন্ত্রণ জানিয়েছে।
 
এ আয়োজনে আরও আছেন ভারতীয় পেসার ইরফান পাঠান, ওপেনার বীরেন্দ্র শেওয়াগ ও  পেসার শান্তাকুমারন শ্রীশান্ত।
 
পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টেস্ট দলপতি মিসবাহ উল হক, শহীদ আফ্রিদি, ইমরান নাজির, পেসার সোহেল তানভির, রানা নাভিদ ও পেস বোলিং অলরাউন্ডার আব্দুর রাজ্জাক।
এছাড়াও শ্রীলঙ্কা থেকে সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে মারলন স্যামুয়েলস খেলায় অংশ নেবেন।  
 
টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের পাশাপাশি ফেস্টিভালে থাকছে শিশু ও নারীদের জন্য কার্নিভাল গেম, স্ট্রিট ম্যাজিক, আতশবাজি ও মার্চিং ব্যান্ড।

থাকছে বিখ্যাত ব্যান্ড স্টেরিও নেশনস ও পাকিস্তানের মডেল নিলম মুনিরের সরাসরি পারফরমেন্স।
 
ফেস্টিভালে প্রবেশ মূল্য ৬৪০ টাকা (৩ দিনার) থেকে শ্রেণীভেদে ৪২ হাজার ৭’শ টাকা (২০০ দিনার ) ধরা হয়েছে।

বাংলাদেশি ক্রিকেট তারকাদের আগমন উপলক্ষে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। তবে স্বল্প মূল্যের টিকেটগুলো ইতোমধ্যে বিক্রি হওয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের খেলা অনেক প্রবাসীর কাছে অধরাই থেকে যাবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরআর/আরআই
 
 
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ