ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে আগুনে ক্ষতিগ্রস্তদের ম‍াঝে ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
বাহরাইনে আগুনে ক্ষতিগ্রস্তদের ম‍াঝে ত্রাণ বিতরণ বাহরাইনে আগুনে ক্ষতিগ্রস্তদের ম‍াঝে ত্রাণ বিতরণ

বাহরাইন: বাহরাইনের মানামা বাঙালি গলিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১০৬ প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ মে) বাহরাইনে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সোসাইটি, বাহরাইন আওয়ামী লীগ, যুবলীগ, বাহরাইন বিএনপি, কেডিএস এবং বাংলাদেশি কমিউনিটির যৌথ সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) শেখ মো. তৌহিদুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নূর, বিএনপির সভাপতি হামেদ কাজী হাসান, দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা তাজ উদ্দিন সিকান্দার, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, দূতাবাস কর্মকর্তা আবদুর রাজ্জাক, বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম নূর মিলন, যুবলীগ সভাপতি এম এ করিম প্রমুখ।

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে লুঙ্গি, গামছা, বেড, কম্বল, বালিশ, টি-শার্ট, জিন্স প্যান্ট ও সেফটি সুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

গত ০৬ মে (শনিবার) বাঙ্গালি গলির একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে চার বাংলাদেশি আহত হন। অগ্নিকাণ্ডে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ