ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বিএনপি’র আহ্বায়ক কমিটির ইফতার-দোয়া মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
বাহরাইনে বিএনপি’র আহ্বায়ক কমিটির ইফতার-দোয়া মাহফিল

বাহরাইন: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি’র বাহরাইন আহ্বায়ক কমিটি।

কমিটির সদস্য সচিব সোহেল আহম্মেদ বাপ্পির সঞ্চালনায় শনিবার (২৫ জুন) মানামার স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাহরাইন বিএনপি’র আহ্বায়ক মো. আইনুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, তালিমূল কোরআন’র সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম, আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, বাংলাদেশ সমাজ’র সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ তাহের শান্তনু, অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন, জালালাবাদ কমিউনিটির সভাপতি কয়েস আহমেদ, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান সরকার, মেঘনা প্রবাসী ঋনদান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর হাওলাদার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল পলাশ, সহ সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন, হামেদ কাজী হাসান, বাবুল কামাল, খোরশেদ আলম মজুমদার, নবী মিয়া, মোশারফ হোসেন, মো. শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো, মোকবুল হোসেন মুকুল, শেখ আব্দুর রশিদ, যুবদলের সভাপতি গাজী আলাউদ্দীন, শ্রমিক দলের সভাপতি হাজী সামসুজ্জামান রাজু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শেখ আমজাদ হোসেন বাচ্চু, সাইবার দলের সভাপতি আরিফ রানা, জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী মমিন উল্যাহ, তারেক পরিষদের সভাপতি মীর দেলোয়ার হোসেন, মানামা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নুরুল হক, বুদাইয়া বিএনপি’র সভাপতি রিয়াজুল হক টিপু, রিফা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. ফয়সাল, মোহাররাক বিএনপি’র সভাপতি আবদুল হাই রিপন, জর্দাফ বিএনপি’র সভাপতি মো. আবুল কাশেম প্রমুখ।

ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ