ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
বাহরাইনে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে পবিএ মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী যুবলীগ।

 

শুক্রবার (২৪ জুন ) যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইস্রাফীল আসিক ও ঈমাম উদ্দিন নয়নের যৌথ সঞ্চালনায় মানামার স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুবলীগ প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর।

এছাড়াও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ তাহের শান্তনু, অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন, জালালাবাদ কমিউনিটি সভাপতি কয়েস আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাজী আবুল কালাম, নবীনগর (বি.বাড়ীয়া) সমাজ কল্যাণ পরিষদ সভাপতি আবুল বাশার, বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি মিজানুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী হায়াত উল্যা, যুবলীগ সহ সভাপতি নুরুল হুদা, সাইফুল ইসলাম, রাজীব আহসান, যুগ্ম সম্পাদক জসিম শিকদার, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, প্রচার সম্পাদক বেলায়েত মাতব্বর, দপ্তর সম্পাদক কাজী নজরুল জুয়েল, অর্থ সম্পাদক এনামুল হক সুমন, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ রুবেল, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বংলাদেশ সময়: ০৬৫২  ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ