ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বাংলাদেশ সমাজের ইফতার ও বিদায় সংবর্ধনা

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বাহরাইনে বাংলাদেশ সমাজের ইফতার ও বিদায় সংবর্ধনা

বাহরাইন থেকে: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইন সরকারের সোস্যাল মিনিষ্ট্রি কর্তৃক নিবন্ধিত সংগঠন ‘বাংলাদেশ সমাজ’।

অন‍ুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য কাজী মোহাম্মদ মুসাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১০ জুন ) হুরা আল আনারত হলে এ ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল ও যুগ্ম সম্পাদক এম এ হাশেমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অফ বাহরাইনের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল ,বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদ, বাংলাদেশ সমাজ সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন বাবর,বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক ও হামেদ কাজী হাসান, জালালাবাদ কমিউনিটি সভাপতি কয়েস আহমেদ, তালীমূল কোরআন সভাপতি প্রকৌশলী জয়ন‍ুল আবেদীন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তফা, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম, লিন্নাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোবারক হোসেন, সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদের সহ-সাধারণ সম্পাদক কাওসার উল হক, আওয়ামী লীগ সভাপতি মো. শাহজালাল, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, আওয়ামী যুবলীগ আহবায়ক আল মাহমুদ ভূঁইয়া বাবু, যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, সোহেল মিয়া, নজির আহমেদ, শাহীন সিকদার, বাহরাইন বিএনপি সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর তরফদার, মিজানুর রহমান, মুজিবুর রহমান, আইয়ুবুর রহমান আকাশ, মিসবাহ আহমেদ, ফজলু তালুকদার, মিসবাহ আহমেদ, হাজী আমির হোসেন, মানিক হাসান মিল‍ু, আবুল হাসেম জমাদ্দার প্রমুখ।

দলমত নির্বিশেষে অনুষ্ঠানটি বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ