ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শ্রমিক লীগের মে দিবসের সংবর্ধনা ও সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
বাহরাইনে শ্রমিক লীগের মে দিবসের সংবর্ধনা ও সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান করেছে জাতীয় শ্রমিক লীগ।

 

শুক্রবার (২০ মে) মানামার স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ।

 

অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহ সিকদার আরজুকে।

স্থানীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন বাবর, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হাসেম, জালালাবাদ কমিউনিটি সভাপতি কয়েছ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মজুমদার।

আরও অতিথি ছিলেন টাঙ্গাইল প্রবাসী সমাজ সভাপতি মাহবুবুল আলম উজ্জল, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, শ্রমিক লীগ সিনিয়র সহ-সভাপতি ও রাসরোমান শাখা সভাপতি আবুল হাসেম জমাদার, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সানোয়ার হোসেন কাশেম, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, যুবলীগ যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সম্পাদক নুরু কামাল, শ্রমিক লীগ সহ-সভাপতি এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, রুবেল মাহমুদ, ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক খলিল শেখ, বিঞ্চপদ দেব, হেলাল আহমেদ, শ্রমিক লীগ মানামা মহানগর সভাপতি লিটন মাহমুদ, জিদহাফস শাখা সভাপতি জাবেদ হোসেন, সালমাবাদ শাখা সভাপতি দেলোয়ার মোল্লা, হামাদ টাউন শাখা সভাপতি আবদুল জলিল শেখ, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মৃধা, সাংঘগনিক সম্পাদক আলমগীর হোসেন রাজু প্রমুখ ।
 
অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমাজ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ