ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

বাহরাইন: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মো. এমরান (৩৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বাহরাইন স্থানীয় সময় সকাল ৮টায় জুফের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. এমরান চাঁদপুর জেলার কচুয়া থানার আন্দিকোট রহিমানগর এলাকার চাঁপাতলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তার  সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৭৮০১৮৭৫৬৩। সে জুফের এলাকার মিখনাস অ্যাপার্টমেন্ট নামক একটি আবাসিক হোটেলে হাউস কিপিংয়ের কাজ করতো।

এ বিষয়ে নিহতের সহকর্মী বিটু ভূঁইয়া বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো মো. এমরান শুক্রবার সকালে সাইকেলযোগে ডিউটিতে আসার পথে জুফের এলাকায় সিগনাল পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী প্রাইভেটকার তাকে চাপা দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে বাহরাইন পুলিশ ঘাতক প্রাইভেটকার চালককে আটক করে।

নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ