ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বিশ্বের বৃহত্তম নৌ মহড়া

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
বাহরাইনে বিশ্বের বৃহত্তম নৌ মহড়া

বাহরাইন: বাহরাইনে মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় নৌ মহড়া শুরু হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) থেকে বাহরাইন সীমান্তে ইন্টারন্যশনাল মাইন কাউন্টার মেজর এক্সারসাইজ (আইএমসিএমইএক্স) নামে এ মহড়া শুরু হয়েছে, যা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।

টানা ২২ দিনব্যাপী এ মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ নিয়েছে।

 

মহড়া প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান জানান, সুয়েজ খাল, বাবুল মান্দাব প্রণালী, হরমুজ প্রণালীসহ সাগর পথে বিশ্বের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকা এ অঞ্চলে অবস্থিত। ফলে বিশ্বের দেশগুলোর প্রশিক্ষণের চমৎকার সুবিধা মধ্যপ্রাচ্যে রয়েছে।

তিনি আরও জানান, বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলসহ জলদস্যু, সন্ত্রাসবাদ এবং মাইন বিষয়ে মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এতে চালকহীন ডুবোযান, দ্রুতগামী জাহাজের মতো নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হবে এবং মাইনবিরোধী অভিযান, অবকাঠামো রক্ষা ও বেসামরিক জাহাজ রক্ষায় নৌ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌ ঘাঁটি অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
কেআরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ