ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে প্রীতি ফুটবল ম্যাচে দূতাবাস দলের জয়

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বাহরাইনে প্রীতি ফুটবল ম্যাচে দূতাবাস দলের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাহরাইনে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ স্কুলকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ দূতাবাস দল।

রোববার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী মানামার নিকটবর্তী জিদহাফস আল সাবাব ক্লাব ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।



ম্যাচে লাল-সবুজ জার্সির দূতাবাস দলে ছিলেন- বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। নীল রঙের জার্সির বাংলাদেশ স্কুলে ছিলেন- ওই স্কুলের প্রিন্সিপাল আমান উল্লাহ মো. সালেহ, স্কুলের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ম্যাচে রেফারি ছিলেন মজিদ।

খেলা শুরুর ২৬মিনিটে দূতাবাসের পক্ষে প্রথম গোলটি করেন খালিদ। বিরতির ৭মিনিট পর দূতাবাসের পক্ষে আবার গোল করেন মনির। এরপর ব্যবধান কমাতে মরিয়া হয় ওঠে বাংলাদেশ স্কুল দল। ১৮মিনিটের মাথায় স্কুল শিক্ষক সানজিদ কুমার সেন সুযোগ বুঝে বল ঢুকিয়ে দেন দূতাবাসের জালে। খেলার শেষদিকে দূতাবাসের পক্ষে পেনাল্টিতে ৩য় গোলটি করেন দলের অধিনায়ক মেহেদী হাসান।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ও মিড়িয়া স্পন্সর আরটিভি’র আয়োজনে খেলার প্রাইজ স্পন্সর ছিলো- বাহরাইন ফিন্যান্স কোম্পানি (বিএফসি) ও খেলোয়াড়দের পোশাক স্পন্সর ছিলো- আল সাফি রেন্ট এ কার এবং ইব্রাহীম রেস্টুরেন্ট।

খেলায় গোল্ডেন বুট জিতে নেন- দূতাবাস দলের অধিনায়ক মেহেদী হাসান ও বেস্ট প্লেয়ার ক্রেস্ট পান বাংলাদেশ স্কুল দলের মো. নাসির উদ্দীন।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন- দূতাবাসের শ্রম কাউন্সিলর মহিদুল ইসলাম, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াসউদ্দীন, বিএফসি’র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাজহারুল ইসলাম বাবু, আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নূর, বাংলাদেশ সোসাইটির অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন, বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য  হামেদ কাজী হাসান, আরটিভি’র বাহরাইন প্রতিনিধি মিসবাহ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. আবুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ