ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে প্রবাসী ব্যবসায়ীর মায়ের মৃত্যুতে শোকসভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বাহরাইনে প্রবাসী ব্যবসায়ীর মায়ের মৃত্যুতে শোকসভা ছবি : প্রতীকী

বাহরাইন: বাহরাইনে মেঘনা প্রবাসী সমিতির অর্থ সম্পাদক ও আল রিয়াদ অটোর মালিক মো. নুরুল হকের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় মানামায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



হামেদ কাজী হাসানের সভাপতিত্ব ও সোহেল আহমেদ বাপ্পীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দীন, মন্টরিয়াল মটরস কোম্পানির চিফ অপারেশন অফিসার কাউসার আলম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল কামাল, হাজী সামসুজ্জামান রাজু, শেখ আমজাদ হোসেন বাচ্চু, জাহেদুল করিম জগলু, মুকবুল হোসেন মুকুল, মহসীন চৌধুরী রিপন, আব্দুর রশিদ শেখ, শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো, আবু জাফর হাওলাদার প্রমুখ।

নুরুল হকের মা আনোয়ারা বেগম (৮০) কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচরের কাশীপুর গ্রামের মহব্বত আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন ।   

মাহফিলে মরহুমার পরিবারের সদস্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ